নিখোঁজের ৫ দিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতীয় সীমান্ত ঘেঁষা মহানন্দা নদী থেকে মোস্তফা কামাল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, কামাল গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতীয় সীমান্ত ঘেঁষা মহানন্দা নদী থেকে মোস্তফা কামাল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, কামাল গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন।
আজ রোববার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের আমঘাটা এলাকায় সীমান্তের মেইন পিলার ৭৩১ এর ১১ আর পিলারের (রিভার পিলার) কাছে মহানন্দা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোস্তফা কামালের বাড়ি তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান এলাকায়। তার বাবার নাম মফিজুল হক।
কামালের পরিবারের সদস্যদের বরাত দিয়ে শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান লিটন বলেন, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে মোস্তাফা কামাল নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে সন্ধান না পাওয়ায় তেঁতুলিয়া থানায় জিডি করা হয়েছিল। আজ মহানন্দা নদীতে একটি মরদেহ পাওয়া গেছে এমন তথ্য শোনার পর কামালের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
বাংলাবান্ধা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম বলেন, সকালে স্থানীয় লোকজন মহানন্দা নদীতে মরদেহটি ভাসতে দেখে সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যদের খবর দেয়। এরপর বিজিবি’র পক্ষ থেকে বিষয়টি থানায় জানানো হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে চার-পাঁচদিন পানিতে ডুবে থাকায় চামড়ার উপরিভাগে কোথাও কোথাও উঠে যাওয়ার মতো দেখা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Comments