মেঘালয়ে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩

ভারতের মেঘালয়ে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের দাবিতে সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। মেঘালয়ের খাসি এলাকায় ছাত্র সংগঠন- কেএসইউ ও অজনজাতি সম্প্রদায়ের সদস্যদের সংঘর্ষে গত শুক্রবার থেকে এখন পর্যন্ত তিন জন নিহত হলেন।
ছবি: সংগৃহীত

ভারতের মেঘালয়ে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের দাবিতে সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। মেঘালয়ের খাসি এলাকায় ছাত্র সংগঠন- কেএসইউ ও অজনজাতি সম্প্রদায়ের সদস্যদের সংঘর্ষে গত শুক্রবার থেকে এখন পর্যন্ত তিন জন নিহত হলেন।

শেল্লা থানার সহকারী পুলিশ পরিদর্শক গ্যাব্রিয়েল ইয়াংরাইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, রোববার মধ্যরাতে শিলং এর পাইর্কান গ্রামে তিন দুর্বৃত্তের হামলায় উপাহাস উদ্দিন (৩৭) নামের একজন নিহত হয়েছেন। 

এদিকে বিভিন্ন সামাজিক সংগঠনসহ নাগরিকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।

মেঘালয়ে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, সিএএ নিয়ে দিল্লির সহিংস পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও শুক্রবার মেঘালয়ে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার থেকে শিলংসহ রাজ্যের ছয় জেলায় ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। শিলং ও সোহরা এলাকায় কারফিউ জারি করা হয়।

Comments