ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১
পুলিশের গোয়েন্দা শাখার সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বশিরউদ্দিন হাওলাদার (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মহানগর পুলিশ।
পুলিশের গোয়েন্দা শাখার সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বশিরউদ্দিন হাওলাদার (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মহানগর পুলিশ।
আজ রোববার সকালে বরিশাল মহানগর (উত্তর) পুলিশের সহকারী কমিশনার আবুল কালাম আজাদের নেতৃত্বে বিমানবন্দর ও কাউনিয়া থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বশিরউদ্দিন হাওলাদার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চতুর্থ শ্রেণির কর্মচারী। তিনি শহরের কাউনিয়া সড়কের একটি ভাড়া বাসায় থাকেন।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বশিরউদ্দিন মিথ্যা পরিচয়ে সাততারা আবাসিক হোটেল থেকে ৩২ হাজার ৫ শ চাঁদা নেন। সেইসঙ্গে সাদা কাগজে স্বাক্ষর নেন, তাকে আরও এক লাখ টাকা পরিশোধ করতে হবে।
সাততারা হোটেল মালিকের ছোট ভাই সানাউল্লাহ চৌধুরী বলেন, বশিরউদ্দিন নিজেকে ডিবি সদস্য পরিচয় দিয়ে বৃহস্পতিবার রাতে হোটেলে আসেন। তিনি তার নাম বলেন হুমায়ুন কবির। হোটেলে অসামাজিক কর্মকাণ্ড হচ্ছে দাবি করে তিনি বিভিন্ন কক্ষে তল্লাশি করেন। বশিরউদ্দিন আমাকে মারধর করেন এবং হোটেলের ব্যবস্থাপক ইউসুফকে গ্রেপ্তারের হুমকি দিয়ে ৩২ হাজার ৫ শ চাঁদা নেন। একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেন যে তাকে আরও এক লাখ টাকা পরিশোধ করতে হবে। শুক্রবার ভোরে বশিরউদ্দিন হোটেল ছেড়ে যান।
এরপর বিষয়টি হোটেলের মালিক সোলাইমান চৌধুরীকে অবহিত করা হয় বলে জানান সানাউল্লাহ। এ ঘটনায় বরিশালের বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।
এ প্রসঙ্গে বরিশাল মহানগর (উত্তর) পুলিশের উপকমিশনার খায়রুল আলম বলেন, আজ ভোরে বশিরউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে ডিবি‘র জ্যাকেট এবং জোর করে স্বাক্ষর নেওয়া কাগজ পাওয়া গেছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Comments