মগবাজারে দগ্ধ ৫ জনই মারা গেলেন
ঢাকার মগবাজার এলাকায় দিলু রোডের একটি আবাসিক ভবনে লাগা আগুনে দগ্ধ শহিদুল কিরমানী (৪০) মারা গেছেন। আজ সোমবার ভোর সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে পাঁচজনই মারা গেলেন।
ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহিদুলের শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছিল। গতকাল চিকিৎসাধীন অবস্থায় শহিদুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৮) মারা যান।
গত ২৭ ফেব্রুয়ারি ভোর রাতে দিলু রোডের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাদের চার বছর বয়সী কন্যা রুশদীসহ তিনজনের মৃত্যু হয়।
Comments