চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে অগ্নিকাণ্ডে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
আজ সোমবার ভোররাত ১টা ২৫ মিনিটে হালিশহরের বড়পুল এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভোররাত ২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
মারা যাওয়া দুই জনের মধ্যে একজন মোহন (৩৫)। তার বাড়ি কুমিল্লার চান্দিনায়। অপরজন জাকির হোসেন (৩৫)। তার বাড়ি চাঁদপুরের কচুয়ায়। এ ছাড়া, আহত কবির হোসেন (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বড়পুল এলাকার আগুনে ছয়টি ভাড়া বাসা ও ছয়টি সেমিপাকা দোকান পুড়ে গেছে। ভাড়া বাসাগুলোতে ব্যাচেলররা থাকতেন। আগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আহত কবির হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ফরিদ উদ্দিন আহমদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অগ্নিকাণ্ডে হতাহতরা সবাই ভাড়া বাসায় থাকতেন। আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হবে।’
Comments