উত্তর সিটির নির্বাচন বাতিল চেয়ে তাবিথ আউয়ালের মামলা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন বাতিল চেয়ে মামলা দায়ের করেছেন বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। আজ সোমবার নির্বাচনী ট্রাইব্যুনালে তিনি মামলাটি দায়ের করেন।
তাবিথ আউয়ালের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্য মামলাটি গ্রহণ করেছেন এবং এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
মামলায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ ৮ জনকে বিবাদী করা হয়েছে।
তাবিথ আউয়াল উল্লেখ করেছেন, গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সন্তোষজনক সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে যাননি। যারা গিয়েছেন, তারাও সঠিকভাবে ভোট দিতে পারেননি। নির্বাচন কমিশন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভোট কারচুপি করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে নির্বাচিত ঘোষণা করে।
Comments