নির্ভয়াকাণ্ডের চার আসামির ফাঁসি আগামীকাল?
ভারতের আলোচিত নির্ভয়াকাণ্ডের চার আসামির মৃত্যুদণ্ড আগামীকাল মঙ্গলবার কার্যকরের কথা। মৃত্যুদণ্ড আটকাতে রায় সংশোধনের আবেদন করেছিল এই মামলার অন্যতম আসামি পবন গুপ্ত৷
আজ সোমবার ভারতের সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছেন বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।
সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তের পরও প্রশ্ন এসেছে, তাহলে কি কাল সত্যিই নির্ভয়াকাণ্ডের আসামিদের ফাঁসি হচ্ছে? কারণ, এর আগেও কয়েকবার রায় কার্যকরের তারিখ পেছানো হয়েছে। এ নিয়ে নির্ভয়ার পরিবার প্রতিবাদ জানিয়েছে।
আইনবিশেজ্ঞরা বলছেন, কাল ফাঁসি হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। কারণ, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার পথ খোলা আছে দুই আসামির জন্য। এমনকি, রাষ্ট্রপতি ফিরিয়ে দিলেও রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যেতে পারবেন পবন।
গত ২৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন করেছিল পবন৷ সেই পিটিশন আজ খারিজ করেছে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ৷
ইতোপূর্বে মুকেশ সিংহ, বিনয় শর্মা ও অক্ষয় কুমারের প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছেন রাষ্ট্রপতি৷ আরেক আসামি অক্ষয় এখনও আদালতে যাননি৷ তাই বিশেষজ্ঞরা মনে করছেন অক্ষয় এবং পবন এই সুবিধাগুলো ব্যবহার করতে চাইতে পারেন। ফলে, আগামীকাল তাদের ফাঁসি কার্যকর না হওয়ার সম্ভাবনাই বেশি৷
Comments