এটি আমাদের করোনাভাইরাস: অরুন্ধতী রায়

খ্যাতিমান লেখক ও সাম্রাজ্যবাদের কঠোর সমালোচক অরুন্ধতী রায় ভারতের নয়াদিল্লিতে ঘটে যাওয়া সহিংসতা নিয়ে বলেছেন, ‘এটি আমাদের সংস্করণের করোনাভাইরাস। আমরা সবাই অসুস্থ।’
arundhati_roy-1.jpg
অরুন্ধতী রায়। ছবি: সংগৃহীত

খ্যাতিমান লেখক ও সাম্রাজ্যবাদের কঠোর সমালোচক অরুন্ধতী রায় ভারতের নয়াদিল্লিতে ঘটে যাওয়া সহিংসতা নিয়ে বলেছেন, ‘এটি আমাদের সংস্করণের করোনাভাইরাস। আমরা সবাই অসুস্থ।’

তিনি বলেন, ‘মোদি সরকার এমনভাবে কাজ করছে যেন সংবিধান বলে কিছু নেই এবং তারা গণতন্ত্র ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সবই করছে।’

গতকাল দিল্লির যন্তর মন্তরে আয়োজিত সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। কলকাতার আনন্দবাজার পত্রিকায় খবরটি এলেও, দেশটির অন্যান্য মূলধারার সংবাদমাধ্যমে এ নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।

অরুন্ধতী রায়ের পুরো বক্তব্যটি স্ক্রল ডট ইন মতামত আকারে প্রকাশ করেছে। সেখানে তিনি বলেন, ‘এটি (দিল্লির সহিংসতা) ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্ট-বিরোধীদের যুদ্ধ। এখানে ফ্যাসিস্টদের প্রথম “শত্রু” মুসলমানরা। এটিকে রায়ট বলেন বা দাঙ্গা কিংবা বাম বনাম ডান বা সঠিক বনাম ভুল, এটা ভয়ংকর এবং বিভ্রান্তিকর।’

‘‘যে জায়গায় আজ আমরা সমবেত হয়েছি, সেখান থেকে ওই এলাকাটি খুব দূরে নয়। বাসে চড়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে যাওয়া যাবে, যেখানে চার দিন আগে একটি ফ্যাসিস্ট সংঘাত ঘটে গেছে, যা কিনা শাসক দলের সদস্যদের উস্কানীমূলক বক্তব্যের কারণে সৃষ্ট হয়েছিল, পুলিশ তাতে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে, ইলেকট্রনিক সংবাদমাধ্যমগুলোর একটি বড় অংশ তাতে ক্ষণে ক্ষণে সমর্থন দিয়ে গেছে এবং এই সংঘাতের পেছনে এমন বিশ্বাসও ছিল যে আদালত তাদের পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এভাবেই উত্তর-পূর্ব দিল্লিতে শ্রমিকশ্রেণির কলোনিতে মুসলিমদের ওপর সশস্ত্র ও প্রাণঘাতী হামলা চালানো হয়েছে’, বলেন তিনি।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে অরুন্ধতী বলেন, ‘এই আইন পুরোপুরি অসাংবিধানিক এবং মুসলিমবিরোধী। এনআরসির সঙ্গে মিলে সিএএ শুধু মুসলিম নয় বরং কোটি কোটি ভারতীয়দের মধ্যে যাদের নাগরিকত্বের প্রামাণ্য দলিল নেই, তাদেরকে অবৈধ বলছে এবং অপরাধী বানাচ্ছে।’

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

9m ago