লিটন ক্ষুধার্ত, আরও অনেক সেঞ্চুরি করবে: ম্যাকেঞ্জি

Liton Das
সোমবার অনুশীলনে লিটন দাসের সঙ্গে একান্তে কথা বলছেন নিল ম্যাকেঞ্জি। ছবি: বিসিবি

৩৪তম ম্যাচে এসে পেলেন দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। লিটন দাসের যা মেধা আর সামর্থ্য সে তুলনায় তা বেশ নগণ্যই। কিন্তু রোববার জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে খেলে লিটন পেয়েছেন সেঞ্চুরি, তা বেশি মুগ্ধ করেছে ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিকে। মাঠ এবং মাঠের বাইরের লিটনকে দেখে ম্যাকেঞ্জির এখন মনে হচ্ছে লিটন হয়েছেন অনেক পরিনত, আছেন ভীষণ ক্ষুধার্ত। তিনি আশায় আছেন এই ব্যাটসম্যান বাংলাদেশকে পাইয়ে দেবেন আরও অনেক সেঞ্চুরি।

রোববার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০৫ বলে ১২৬ রানের ইনিংস খেলেন লিটন। পেশিতে টান না পড়লে ১৩ চার আর ২ ছক্কার তার ইনিংস হতে পারত আরও বড়।

পুরো ইনিংসে লিটন ছিলেন সাবলীল, বরাবরের মতই নান্দনিক। বাইশ গজে চোখ আটকে রাখার মতো মন্ত্রমুগ্ধ করে খেলে পেয়েছেন শতক।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনে ম্যাকেঞ্জি জানান, লিটনকে দেখে আগের যেকোনো সময়ের চেয়ে অন্যরকম লাগছে তার, ‘আমার মনে হয় সে পরিনত হয়েছে। সে দায়িত্ব নিয়ে খেলেছে এবং দ্বিতীয় সেঞ্চুরি করেছে, যেটা ছিল দৃষ্টিনন্দন। দেখে মনে হচ্ছে সে জানে সে তার ব্যাটিং কোথায় নিয়ে যাবে। তাকে ভীষণ ক্ষুধার্ত দেখাচ্ছে। সে যেভাবে অনুশীলন করছে, খেলা নিয়ে যেভাবে চিন্তা করছে তা চমৎকার। আমি আশা করছি সে এমন অনেক সেঞ্চুরি করবে। '

১২০ স্ট্রাইকরেটের ইনিংসের মাঝে খুব তেড়েফুঁড়ে মারেননি লিটন। মারার বল পেলেই কেবল ছাড়িয়েছে সীমানা। নিয়েছেন ৫১টি সিঙ্গেল। ম্যাচ শেষে তিনি জানান, স্নায়ুচাপে ভুগতে থাকায় স্টকে থাকা বেশ কিছু শট কমিয়ে খেলেছেন, তাতে মিলেছে ফল। তবে ম্যাকেঞ্জি বললেন, শট কমানোর কোন পরামর্শ লিটনকে তারা দেননি, ‘আমরা তাকে শট কমাতে বলিনি। আমরা তাকে একটা ধারনা দিয়েছি দল কেমন খেলা চায়। সে স্বতঃস্ফূর্তভাবে খেলে , প্রকৃতি প্রদত্ত প্রতিভা। আমরা তা বাধাগ্রস্ত করতে পারি না। এটা আমার জন্য কষ্টদায়ক হবে যদি সে কখনো বলে, “দেখ তুমি আমাকে ঝুঁকি না নিয়ে খেলতে বললে, তবু আমি ২০, ৩০ রানে আউট হলাম।” কাল দেখেছেন কতবার সে বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছে। লিটনের জন্য এটা ভালো।’

Comments

The Daily Star  | English
BNP's stance on president removal in Bangladesh

BNP for polls roadmap in 2 to 3 months

Unless the interim government issues a roadmap to the next election in two to three months, the BNP may take to the streets in March or April next year, say top leaders of the party.

6h ago