এনামুল-রুপন ৬ দিন করে রিমান্ডে

এনু-রুপনের বাসা থেকে বিপুল পরিমান টাকা, বিদেশি মুদ্রা ও সোনা জব্দ করে র‍্যাব। স্টার ফাইল ফটো

বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় দুই ভাই এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়াকে ৬ দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকা মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ জসিম পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানির পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

এনামুল আওয়ামী লীগের গেন্ডারিয়া শাখার সাবেক সহসভাপতি এবং রুপন যুগ্ম সাধারণ সম্পাদক। দুই ভাইকে গত ১৩ জানুয়ারি অবৈধ ক্যাসিনো চালানোর দায়ে গ্রেপ্তার করা হয়।

গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারিতে এনু-রুপনের বাড়িতে অভিযান চালায় র‍্যাব। অভিযানে নগদ ২৬ কোটি ৫৫ লাখ টাকা, এক কেজি সোনা এবং বিপুল পরিমান বিদেশি মুদ্রা জব্দ করা হয়। এছাড়া জুয়া খেলার বেশকিছু সরঞ্জামও জব্দ করে র‍্যাব।

গত ২৭ ফেব্রুয়ারি এনামুল ও রুপনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ওয়ারি থানায় মামলা করে র‍্যাব।

Comments