‘গোমূত্র, গোবর, করোনাভাইরাস থেকে বাঁচাবে’
এবার করোনাভাইরাস নিরাময়ের দাওয়াই দিলেন আসামের বিজেপি নেতা সুমন হরিপ্রিয়া।
আসামের বিধানসভায় বাজেট অধিবেশনে হরিপ্রিয়া বলেন, ‘গোমূত্র ও গোবর করোনাভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারে।’
আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সারাবিশ্ব যখন প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে ভুগছে তখন বিজেপি বিধায়কের এমন মন্তব্য সবাইকে হতবাক করেছে।
গোমূত্র ও গোবরের গুণাবলী তুলে ধরে বিজেপি নেতা বলেন, ‘আমরা সবাই জানি, গোবর খুবই উপকারী৷ এমনকি, গোমূত্রও উপকারি৷ কোনও এলাকা শুদ্ধিকরণ করার জন্য গোমূত্র ব্যবহার করা হয়৷ তাই আমার মনে হয়, করোনাভাইরাস সারাতে এগুলি ব্যবহার করা যেতে পারে৷’
‘মূলত আসাম থেকে গরু পাচার করে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে,’ উল্লেখ করে বিজেপি নেতা আরও বলেন, ‘এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।’
Comments