‘সিএএ নিয়ে কোনো বিদেশি সংস্থার হস্তক্ষেপের অধিকার নেই’
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ভারতের অভ্যন্তরীণ বিষয়। কোনো বিদেশি সংস্থার এই ইস্যুতে হস্তক্ষেপ করার অধিকার নেই বলে মত দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের মানবাধিকার শাখার হাইকমিশনার সিএএ’র বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।
আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, ভারতের সংসদে সর্বসম্মতিক্রমে ও সংবিধানের সব ধারা মেনেই আইনটি তৈরি করা হয়েছে। তাই সাংবিধানিকভাবে সিএএ বৈধ। কোনো বিদেশি শক্তি বা সংস্থা দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারে না৷
‘সিএএ-এর মাধ্যমে মানবাধিকারে সম্মান রেখে দেশ ভাগের সময়ের অপূর্ণ প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে’, যোগ করেন তিনি।
২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে পাস হয় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। আইনে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সমালোচকরে মতে, আইনটি ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধান পরিপন্থি।
Comments