নিজের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় তামিম

tamim iqbal 158
ছবি: ফিরোজ আহমেদ

অপেক্ষা তখন কেবল পাঁচ রানের। ৪৬তম ওভারে কার্ল মুম্বার খাটো লেন্থের প্রথম ডেলিভারিটি লং লেগের ওপর দিয়ে সজোরে মেরে সীমানাছাড়া করলেন তামিম ইকবাল। ছক্কা! গড়া হয়ে গেল নতুন রেকর্ড, তামিম উঠে গেলেন নতুন উচ্চতায়।

ব্যাটিংয়ের অ্যাপ্রোচ নিয়ে গেল কয়েকমাস ধরে যে তীব্র সমালোচনা চলছিল তামিমকে নিয়ে, তা যেন এক ফুঁতে উড়িয়ে দিলেন তিনি! জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় ১১ বছর আগে গড়া নিজের রেকর্ড ভেঙে নতুন করে লিখলেন বাঁহাতি তারকা। একই প্রতিপক্ষের বিপক্ষে নান্দনিক ব্যাটিংশৈলী দেখিয়ে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার কীর্তি গড়লেন দেশসেরা ওপেনার।

মঙ্গলবার (৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৫৮ রানের আগ্রাসী ইনিংস খেলেছেন তামিম। মুম্বার শিকার হয়েই সাজঘরে ফেরার আগে ক্যারিয়ারসেরা ইনিংসে তিনি মোকাবিলা করেছেন ১৩৬ বল। চার মেরেছেন ২০টি, ছয় হাঁকিয়েছেন ৩টি।

ওয়ানডেতে তামিমের আগের সর্বোচ্চ ছিল জিম্বাবুয়ের বিপক্ষেই। ২০০৯ সালে বুলাওয়েতে ১৩৮ বলে ১৫৪ রান করেছিলেন তিনি। তা কেবল তামিমের নয়, এতদিন এই সংস্করণে বাংলাদেশের যেকোনো ব্যাটসম্যানেরই সেরা স্কোর ছিল।

এদিন শুরু থেকে হাত খুলে খেলেছেন তামিম। অনেক দিন পর তার ব্যাটে প্রতিপক্ষ বোলারদের ওপর আগ্রাসনের ছবি ফুটে ওঠে। কেবল পাওয়ার প্লেতেই দশটি বাউন্ডারি মেরে তিনি যেন জানান দেন, আসছে বড় অর্জন। শেষ পর্যন্ত ইঙ্গিতকে পূর্ণতায় রূপ দিয়ে ইতিহাস গড়েন ৩০ বছর বয়সী ব্যাটার।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংসের একাদশ ওভারে ফিফটি পূর্ণ করেন তিনি। মাত্র ৪২ বলে। এরপর ১০৬ বলে ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরির স্বাদ নেন তিনি। এতে মিলেছে স্বস্তিও। কারণ আগের ১৩ ইনিংসে মাত্র একবার ফিফটি পেরিয়েছিলেন তিনি।

তিন অঙ্ক পূরণ করার পর আরও ক্ষুরধার হয়ে ওঠে তামিমের ব্যাট। তিনি দেড়শ ছুঁয়ে ফেলেন মুখোমুখি হওয়া ১৩২তম ডেলিভারিতে। তখন বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুটি ১৫০+ ইনিংস খেলার কীর্তিও গড়া হয়ে যায় তার। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর মুশফিকুর রহিমের। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৮ সালে ১৪৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

8h ago