গলাচিপায় বরযাত্রীর গাড়িতে ডাকাতি
পটুয়াখালীর গলাচিপায় বরযাত্রীর গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত ভোরে গলাচিপা-পটুয়াখালী সড়কের সুহরী ব্রিজের কাছে এই ঘটনায় ডাকাত দল বরযাত্রীরদের নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেটসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
এ ঘটনায় বরযাত্রীর বাস ও মাইক্রোবাসের চালক-সহযোগীদের আটক করেছে গলাচিপা থানা পুলিশ। গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে গলাচিপার বাপ্পি দাসের বিয়েতে ৫০ জন বরযাত্রী ঝালকাঠির নলছিটি যায়। বিয়ে শেষে রাত দেড়টার দিকে নলছিটি থেকে তারা গলাচিপার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে গলাচিপা-পটুয়াখালী সড়কের সুহরী ব্রিজের কাছে ভোর চারটার দিকে গাছের গুড়ি ফেলে গাড়ি থামিয়ে ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ছিনিয়ে নেয়।
ডাকাতির শিকার সমির দাস বলেন, ‘আমরা বাসে ছিলাম। সুহরী ব্রিজের কাছে মুখোশ পড়া ৮-১০ জন লোক গাড়িতে উঠে রামদা দেখিয়ে আমাদের চিৎকার করেতে নিষেধ করে। এসময় ডাকাত দলের দুই তিনজন আমাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ও অন্যান্য মালামাল নিয়ে যায়।’
গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ বলেন, ‘ডাকাতির খবর পেয়ে পটুয়াখালীর পুলিশ সুপারের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক আবুল কালাম, সহকারী মামুন মাতব্বর ও মাইক্রোবাসের চালক রাসেলকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কোন যাত্রী আহত হননি।’
Comments