নারায়নগঞ্জের আদালতে নূর হোসেনের হাজিরা
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেন সিদ্ধিরগঞ্জ থানার বিশেষ ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে আজ মঙ্গলবার দুপুরে অস্ত্র মামলায় হাজিরা দেন নূর।
তিনি বলেন, এই মামলার আসামী ১০ জন। সাত খুন মামলার আসামী নূর হোসেন, জামাল উদ্দিন ও আলী মোহাম্মদ জেল হাজতে আছেন। আর জামিনে রয়েছেন মাসুদ, নুরুদ্দিন, জাহাঙ্গীর, শাহ জালাল ও শাহ জামান। এ ছাড়া পলাতক আছেন শাহজাহান ও সালাউদ্দিন।
তিনি আরও বলেন, পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তা পত্রিকায় প্রকাশের আদেশ দেওয়া হয়েছে। পত্রিকায় প্রকাশের পর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হবে।
প্রসঙ্গত, ২০১৪ সালে সাত খুনের পর নূর হোসেন ভারতে পালিয়ে গেলে তার বৈধ অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়। এছাড়া, তার সিদ্ধিরগঞ্জের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। এসব ঘটনায় নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে তিনটি মামলা করে পুলিশ।
Comments