বাংলাদেশে কোকাকোলার ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা

নারী ব্যবসা কেন্দ্র (ডব্লিউবিসি) এর সুবিধাভোগীদের সঙ্গে কোকাকোলার প্রধান নির্বাহী জেমস কোয়েনসি

বাংলাদেশে কোকাকোলার ব্যবসা বাড়াতে আগামী পাঁচ বছরে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী (সিইও) জেমস কোয়েনসি। বাংলাদেশি মুদ্রায় এই বিনিয়োগের পরিমাণ এক হাজার ৬৯০ কোটি টাকা।

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে আজ মঙ্গলবার রাজধানী ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে কোয়েনসির এ কথা জানান।

তিনি বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যেখানে ব্যবসা করি, সেখানকার সমাজ যতটা টেকসই, সেখানে আমাদের ব্যবসাও ঠিক ততটাই টেকসই।

আমাদের ব্যবসা বাড়াতে হলে অবশ্যই সমাজের মানুষগুলোর জীবনমান উন্নত হতে হবে, যোগ করেন তিনি।

কোয়েনসি বলেন, ‘বাংলাদেশে টেকসই ব্যবসা বাড়াতে কোকাকোলা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অগ্রাধিকারগুলো উপলব্ধি করতে পারা এবং তার সঙ্গে কাজ করে যাওয়া এরই অন্তর্ভুক্ত।’

কোমল পানীয় উৎপাদনকারী এই মার্কিন প্রতিষ্ঠানটি গত কয়েক বছরে বাংলাদেশে ১০ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করেছে।

২০১৫ সালে কোকা-কোলা ‘ফাইভ বাই টুয়েন্টি’ অর্থাৎ ২০২০ সালের মধ্যে ৫০ লাখ নারীর ক্ষমতায়নের উদ্যোগ নেয়। সে সময় বাংলাদেশেই প্রথম নারী ব্যবসা কেন্দ্র (ডব্লিউবিসি) চালু করে ‘ফাইভ বাই টুয়েন্টি’র যাত্রা শুরু করে কোকাকোলা। ২০২০ সালের শেষ নাগাদ ডব্লিউবিসির মাধ্যমে বাংলাদেশে উপকারভোগীর সংখ্যা হবে এক লাখেরও বেশি নারী ও তাদের পরিবার।

তিনি বলেন, নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও আর্থিক সহযোগিতায় ডব্লিউবিসি বাংলাদেশের গ্রামাঞ্চলের জন্য একটি অনন্য মডেল।

Comments

The Daily Star  | English

Iran fires back at Israel after onslaught targets nuclear facilities

Air raids sirens and explosions rang out across Israel after Prime Minister Benjamin Netanyahu took to the airways to issue a word of caution, saying he expected "several waves of Iranian attacks" in response

15m ago