ক্যাচ ফসকাল, আঙুল কেটে লাগল সেলাইও
জিম্বাবুয়ের ইনিংসের ১৯তম ওভারের শেষ বল। আল-আমিন হোসেনের লাফানো ওই বলে ওয়েসলি মাধেভেরের ক্যাচ গেল স্লিপে। সহজ সে ক্যাচ ধরতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। উল্টো হাত ফেটে যাওয়ায় একটি সেলাইও দিতে হয়েছে তার আঙুলে।
মাধেভেরের বলটা বেশ ভালো উচ্চতায় পেয়েছিলেন শান্ত। কিন্তু ক্যাচ নিতে গিয়ে তালুতে জমাতে পারেননি, বল গিয়ে আঘাত করে তার কনিষ্ঠায়, এতে ফসকানোর সঙ্গে কেটে যায় তার আঙুলও। পরে হাসপাতালে নিয়ে তার হাতে দেওয়া হয় একটি সেলাই। শান্তর হাতে জীবন পাওয়া মাধেভেরে পরে অভিষেক ফিফটি তুলে নিয়ে করেন ৫৭ বলে ৫২ রান।
ইনিংসের শুরুর দিকেও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বলে পয়েন্টে সহজ আরেকটি ক্যাচ ছেড়েছিলেন শান্ত। এর আগে ব্যাটিংয়েও দিনটা ভালো যায়নি তার। তিনে নেমে ১০ বল খেলে ৬ রান করে তামিম ইকবালের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন তিনি।
হাতে সেলাই লাগলেও আগামী ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ থেকে এখনও ছিটকে যাননি তিনি। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতে সময় থাকায় শান্তর অবস্থা পর্যবেক্ষণ করা হবে।
তবে শান্তর নিজের দুর্দশার দিনে তার দল পেয়েছে রোমাঞ্চকর জয়। মঙ্গলবার (৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তামিমের ১৫৮ রানের রাজসিক ইনিংসে বাংলাদেশের করা ৩২২ রান প্রায় পেরিয়েই যাচ্ছিল জিম্বাবুয়ে। শেষ বলের মীমাংসায় মাশরাফির দল ম্যাচ জেতে ৪ রানে।
Comments