‘সালাম’ না দেওয়ায় নিপীড়ন, বাকৃবির ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার তিন নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।
বহিষ্কৃত নেতারা হলেন: শহীদ জামাল হোসেন হলের সহ-সভাপতি ও ভেটেনারি সায়েন্স বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ হেল শাফি ও প্রকাশনা সম্পাদক শাহাদত হোসেন শাওন এবং লাইব্রেরিবিষয়ক সম্পাদক ও অ্যাগ্রিকালচার ইকোনমিকস অনুষদের শিক্ষার্থী মো. রাহাত হোসাইন। তারা সবাই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
তাদেরকে ছয় মাসের জন্যে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট রাতে শহীদ জামাল হোসেন হলের ছাত্রলীগ নেতাদের ‘সালাম’ রা দেওয়ায় অ্যানিম্যাল হাসবান্ড্রি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মাকসুদুল হক ইমুকে অকথ্য নির্যাতন করা হয়।
ক্রপ বোটানি বিভাগের অধ্যাপক ড. একেএম জাকির হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান ও রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন বোর্ড গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের তিন নেতাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়।
বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাকৃবি শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেছেন, তারা দলের কয়েকজন সদস্যের ব্যক্তিগত অপরাধের দায় নিবে না।
Comments