ভিলিয়ার্স কবে জাতীয় দলে ফিরতে পারেন, ইঙ্গিত দিলেন বাউচার

আন্তর্জাতিক গণমাধ্যমে জোর গুঞ্জন, ভিলিয়ার্সের ফেরা অনেকটাই নিশ্চিত এবং ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’ খ্যাত ক্রিকেটারকে কবে প্রোটিয়া জার্সিতে আবার মাঠে দেখা যাবে সে বিষয়ে ইঙ্গিতও দিয়েছেন বাউচার।
ab de villiers
ছবি: এএফপি

এবি ডি ভিলিয়ার্স অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইচ্ছার কথা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বর্তমান কোচ মার্ক বাউচারও তাকে দলে চাওয়ার কথা খোলাখুলিভাবে বলেছেন। দুপক্ষের মধ্যে আলোচনাও অনেক দূর গড়িয়েছে। এসব পুরনো খবর।

নতুন তথ্য হলো, আন্তর্জাতিক গণমাধ্যমে জোর গুঞ্জন, ভিলিয়ার্সের ফেরা অনেকটাই নিশ্চিত এবং ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’ খ্যাত ক্রিকেটারকে কবে প্রোটিয়া জার্সিতে আবার দেখা যাবে সে বিষয়ে ইঙ্গিতও দিয়েছেন বাউচার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ডাকা হয়নি ভিলিয়ার্সকে। আসন্ন ভারত সফরের দলেও নেই তিনি।

তবে বুধবার (৪ মার্চ) ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট তাদের একটি প্রতিবেদনে বলেছে, আগামী জুনে শ্রীলঙ্কা সফর দিয়ে ভিলিয়ার্সের ফেরার জোর সম্ভাবনা রয়েছে। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেতে হলে আগামী ১ জুনের মধ্যে তাকে প্রস্তুত থাকার কথা বলেছেন বাউচার। কেবল ভিলিয়ার্স নয়, ইমরান তাহির ও ক্রিস মরিসকেও একই সময়সীমা বেঁধে দিয়েছে দক্ষিণ আফ্রিকার কোচ।

ব্লুমফন্টেইনে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান বাউচার বলেছেন, ‘সামনে আইপিএলের মতো বড় আসর আছে। তাই আমরা ওদের ছেড়ে দিয়েছি। আইপিএলের পর ওদের তৈরি থাকতে হবে। (টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে) আমাদের আরও কিছু ম্যাচ রয়েছে। ১ জুন থেকে শ্রীলঙ্কা সফর। ওদের তৈরি থাকতে হবে। দলে ডাকা হবে কি-না তা পরের ব্যাপার। কিন্তু বিশ্বকাপের দলের জন্য দাবি জানাতে হলে ওদের অবশ্যই তৈরি থাকতে হবে।’

ভিলিয়ার্সের সম্মতি থাকলে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিবেচনা করা হবে, গেল বছরের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে এমনটা অনেকবারই বলেছেন বাউচার।

গেল মাসেও তিনি বলেছিলেন, ‘আমি সেরা খেলোয়াড়দের দলে চাই। যদি এবি রাজি থাকে, তার ফর্ম ভালো থাকে এবং সে তৈরি থাকে, তাহলে আমরা তাকে চাই। যদি নিজের পজিশনে সে সেরা খেলোয়াড় হয়, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে খেলতে হবে।’

শ্রীলঙ্কা সফরের সূচি এখনও চূড়ান্ত হয়নি। সেখানে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। যদি সবকিছু ঠিক পথে এগোয়, তবে ২০১৮ সালের ২৩ মে হুট করেই জাতীয় দলকে বিদায় বলে দেওয়া ভিলিয়ার্সকে খুব শিগগিরই আন্তর্জাতিক অঙ্গনে ফের ব্যাট হাতে ঝড় তুলতে দেখবেন ক্রিকেট ভক্তরা।

Comments

The Daily Star  | English
PSC question leaks

PSC question paper: Probe body finds no evidence of leaks

AN investigation committee by the Public Service Commission (PSC) to probe allegations of question paper leak has found no evidence of such incident

54m ago