এগিয়ে আনা হলো বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে ম্যাচ

ছবি: এএফপি

প্রথম দুই দফার সফর শেষ। তৃতীয় ও শেষ দফার সফর করতে আগামী ১ এপ্রিল পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে এগিয়ে আনা হচ্ছে একমাত্র ওয়ানডে ম্যাচটি। তাই পূর্বনির্ধারিত সময়ের তিন দিন আগে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। এমন সংবাদই প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শেষ ধাপে আগামী ৩ এপ্রিল একমাত্র ওয়ানডে ম্যাচটি হওয়ার কথা ছিল করাচিতে। একই ভেন্যুতে এর দুই দিন পর ৫ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। ওয়ানডে ম্যাচের পর টেস্ট শুরুর আগে প্রস্তুতির জন্য মাঝে সময় ছিল মাত্র এক দিন। কিন্তু হঠাৎ করেই টেস্ট ম্যাচের আগে প্রস্তুতি অভাব টের পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই বাংলাদেশের অনুরোধেই ওয়ানডে ম্যাচটি এগিয়ে আনা হয়েছে দুই দিন। তবে টেস্টের ম্যাচ শুরু হবে নির্ধারিত সময়েই।

এমনকি এর আগে ওয়ানডে ম্যাচ শুরু হওয়ার দুই দিন আগে পৌঁছানোর কথা ছিল টাইগারদের। নতুন সূচি অনুযায়ী তিন দিন আগেই যাচ্ছে টাইগাররা। ২৯ মার্চ পাকিস্তানে পা রাখবে টাইগার বাহিনী। অর্থাৎ আগের চেয়ে তিন দিন বেশি পাকিস্তানে থাকতে হচ্ছে টাইগারদের।

এ প্রসঙ্গে পিসিবি পরিচালক জাকির খান জানিয়েছেন, 'বাংলাদেশ পুরুষ দলকে বাড়তি সময় আতিথেয়তা দিতে আনন্দের সঙ্গে প্রস্তুত রয়েছে পিসিবি।  এ সিরিজ নিয়ে এরমধ্যেই অনেক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পিসিবি আশা করছে ভক্ত-সমর্থকদের জন্য ভালো মানের ক্রিকেট অপেক্ষা করছে।'

অথচ পাকিস্তানের অন্যতম প্রধান গণমাধ্যম ডনের সংবাদ অনুজায়, করাচিতে করোনা ভাইরাস আতঙ্কে কোচিং সেন্টার সহ সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১৩ই মার্চ পর্যন্ত বন্ধ রাখার সরকারি নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্য করে ২৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় লাইসেন্স সাময়িক স্থগিত করেছে সিন্ধু প্রদেশ সরকার। আর এ সময়ে কি-না বাংলাদেশ দল আরও বেশি দিন সফর করার সিদ্ধান্ত নিয়েছে।

তৃতীয় দফায় পাকিস্তানে বাংলাদেশ দলের সম্পূর্ণ সূচি

২৯ মার্চ - বাংলাদেশ দল করাচিতে পৌঁছাবে

৩০-৩১ মার্চ - অনুশীলন

১ এপ্রিল - একমাত্র ওয়ানডে ম্যাচ।

২-৪ এপ্রিল - অনুশীলন

৫-৯ এপ্রিল - দ্বিতীয় আইসিসি বিশ্বচ্যাম্পিয়নশিপ টেস্ট।

Comments

The Daily Star  | English

Conspiracy rife to wipe out Tarique Rahman: Fakhrul

He also said the propaganda against BNP is part of a deliberate conspiracy to destroy nationalist forces

12m ago