করোনাভাইরাস নিয়ে গুজব ঠেকাবে ফেসবুক
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ফেসবুকে করোনাভাইরাস নিয়ে কেউ কিছু খুঁজলে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কিংবা স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য দেখাবে ফেসবুক। ভাইরাসটি নিয়ে গুজব ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এন্টার্কটিকা বাদে সবকটি মহাদেশে কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা বিভ্রান্তি, গুজব ও ভুল তথ্য। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ফেসবুক কীভাবে সহযোগিতা করতে পারে, গত একমাস ধরে তারা গবেষণা করছে বলে জানান জাকারবার্গ।
আজ বুধবার সকালে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, করোনাভাইরাস সংক্রান্ত প্রচারণায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য ও বিজ্ঞাপন বিনা খরচে প্রচার করবে ফেসবুক। এর বাইরে ইউনিসেফ, যুক্তরাষ্ট্রের সিডিসি এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গেও যোগাযোগ বজায় রাখবে ফেসবুক। করোনাভাইরাস নিয়ে প্রতারণাপূর্ণ, ক্ষতিকর ভুল তথ্য ফেসবুকে প্রকাশ করা বন্ধ করা হবে।
তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে প্রত্যেকে সঠিক ও বিশ্বাসযোগ্য তথ্য পাচ্ছে। এই ধরনের জরুরি অবস্থায় এটা যেমন কঠিন আবার তেমনই গুরুত্বপূর্ণ।
Comments