মানবদেহে ছড়াচ্ছে দুই ধরনের কোভিড-১৯
মানবদেহে দুই ধরনের কোভিড-১৯ ভাইরাস সংক্রমিত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন একদল চীনা বিজ্ঞানী।
চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সায়েন্স এবং ইনস্টিটিউট অব পাস্তুরের এক যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষকরা জানান, সীমিত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে এ ফলাফলে পৌঁছানো হয়েছে। ভাইরাসটির বিবর্তন এবং গতি প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আরও বৃহৎ পরিসরে গবেষণা প্রয়োজন।
তাদের গবেষণা বলছে, মানবদেহে দুই ধরনের কোভিড-১৯ ছড়াচ্ছে। উহানে নতুন করোনাভাইরাসে আক্রান্তদের উপর প্রাথমিক গবেষণায় দেখা গেছে, ৭০ শতাংশ রোগী তুলনামূলকভাবে বেশি শক্তিশালী এক ধরনের কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, অবশিষ্ট ৩০ শতাংশের দেহে দুর্বল ধরনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
গবেষকরা জানান, এই দুই ধরনের ভাইরাসের মধ্যে তুলনামূলক শক্তিশালী কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ জানুয়ারি থেকে কমতে শুরু করেছে।
মঙ্গলবার চীনের বিজ্ঞান একাডেমির জার্নাল ন্যাশনাল সায়েন্স রিভিউতে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।
এছাড়াও গবেষণায় ভাইরাসটি সুপ্ত অবস্থায় মানবদেহে সাধারণত পাঁচ থেকে সাতদিন, সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত থাকার ব্যাপারে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা।
চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৮০ হাজারেরও বেশি।
Comments