পঞ্চগড়ে রোহিঙ্গা যুবক আটক

Mostafa_Rohingya
গতকাল বুধবার পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে মোস্তফা নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। ছবি: স্টার

পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে মোস্তফা নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মনিরামজোত এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিকেলে ওই এলাকায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়। আটক যুবক সেই ইজতেমায় অংশ নিয়েছিলেন। স্থানীয়রা জানায়, মিয়ানমারের মংরু এলাকার মোহাম্মদ কাসেমি ও ফিরোজা খাতুনের ছেলে মোস্তফা কক্সবাজারের উখিয়া উপজেলার ১২ নম্বর কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন। ইজতেমা মাঠে কথাবার্তা শুনে সন্দেহ হলে এক এনএসআই সদস্য তাকে আটক করে থানায় নিয়ে যান।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মো. আশরাফুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে মোস্তফা জানিয়েছেন, তিনি ক্যাম্প থেকে পালিয়ে প্রথমে ঢাকায় আসেন। এরপর ঢাকা থেকে ইজতেমা এলাকায় আসেন।

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

1h ago