বেইলি রোড থেকে উপসচিবের মৃতদেহ উদ্ধার
রাজধানীর বেইলি রোড অফিসার্স কোয়ার্টারে তার বাসা থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল কাদের চৌধুরীর (৫৯) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যার দিকে বাসার তৃতীয় তলায় একটি কক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
রমনা থানার ওসি মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, আব্দুল কাদের চৌধুরীর লাশ পচে যাওয়ায় ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। দুর্গন্ধ পেয়ে ফ্লাটের প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন।
পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে লাশ উদ্ধার করেছে উল্লেখ করে তিনি আরও জানান, আব্দুল কাদের চৌধুরী অবিবাহিত ছিলেন এবং বাসায় একা থাকতেন।
ময়না তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে যোগ করেন তিনি।
আব্দুল কাদেরের বাড়ি ভোলা জেলার শশীভূষণ উপজেলায়।
Comments