শীর্ষ খবর

কুষ্টিয়ায় আইসিটি আইনে আ.লীগ নেতা গ্রেপ্তার

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে (আইসিটি) দায়ের করা মামলায় কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা মোমিনুর রহমান মোমিজকে গ্রেপ্তার করা হয়েছে।
arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে (আইসিটি) দায়ের করা মামলায় কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা মোমিনুর রহমান মোমিজকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া শহরের নারকেলতলার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া পুলিশ।

মোমিনুর রহমান মোমিজ আওয়ামী লীগের কুষ্টিয়া শহর শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালে তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

কুষ্টিয়া থানার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, গত বুধবার রাতে কুমারখালী থানায় আওয়ামী লীগ কর্মী জহিরুল ইসলাম মোমিজসহ তিনজনকে আসামি করে আইসিটি আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে নিয়ে মানহানিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়েছে।

রবি আহমেদ ও শিমুল আহমেদ এই মামলার অন্য দুই আসামি।

পুলিশ মোমিজকে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

6h ago