বাবা গুরুতর অসুস্থ , ঢাকায় ফিরে গেলেন শফিউল
১৫ জনের দলে সৌম্য সরকারকে যোগ করে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য ১৬ জনের দল দেওয়া হয়েছিল। তবে সেই দল আবারও ১৫ জনের হয়ে গেছে। বাবা গুরুতর অসুস্থ থাকায় সকালেই ঢাকায় ফিরে গেছেন পেসার শফিউল ইসলাম।
বাংলাদেশ দলের ম্যানেজার সাব্বির খান দ্য ডেইলি স্টারকে বৃহস্পতিবার (৫ মার্চ) এই খবর নিশ্চিত করেছেন।
ওয়ানডে সিরিজের দলে থাকা শফিউল প্রথম ম্যাচ খেলেননি। দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের বিশ্রামে আল-আমিন হোসেনের সঙ্গে একাদশে এসেছিলেন। কিন্তু খুব একটা ভালো করতে পারেননি। ৯ ওভার বল করে ৭৬ রান দিয়ে ১ উইকেট পান তিনি। শেষ ম্যাচে তাই শফিউলের একাদশে থাকা এমনিতেই হতো কঠিন।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ দল রয়েছে বেশ নির্ভার। অবশ্য মাশরাফি বিন মর্তুজা অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ায় ওই ম্যাচের ফোকাস চলে গেছে অন্যদিকে।
আগামীকাল শুক্রবার দুপুর ২টায় জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে নামবে বাংলাদেশ দল।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম (ঢাকায় ফিরে গেছেন), মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার।
Comments