জাল কাগজপত্রের কারণে আটক রোনালদিনহো
ভুয়া কাগজপত্র নিয়ে প্যারাগুয়েতে ঢোকায় ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহোকে আটক করেছে সে দেশের পুলিশ। বুধবার রাতে এ তাকে আটক করেছে তারা। প্যারাগুয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে জানিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
প্যারাগুয়ে ঢোকার সময়েই রোনালদিনহোর কাগজপত্র দেখে সন্দেহ হয়েছিল দেশটির অভিবাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। পরে পুলিশ বিভাগের সহযোগিতায় তার হোটেলে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে জাল পাসপোর্ট ও অন্যান্য ভুয়া কাগজপত্র পেয়েছে পুলিশ।
প্রতিবেদন অনুযায়ী, পাসপোর্টে তার নাম, জন্মস্থান এবং জন্মতারিখ সব ঠিকই আছে। কেবল নাগরিকত্বের জায়গায় ব্রাজিলের বদলে লেখা রয়েছে প্যারাগুয়ে। বছর দুই আগে রোনালদিনহোর ব্রাজিলিয়ান পাসপোর্ট জব্দ করে সে দেশের সরকার। লেক গুয়াইবাতে অনুমোদন না নিয়ে একটি চিনির কল বানানোয় তাকে ২৩ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। পরে দেখা যায়, তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৬ ডলার ৫৯ সেন্ট আছে। জরিমানা দিতে না পারায় পাসপোর্ট জব্দ করা হয় রোনালদিনহোর।
এক বিবৃতিতে প্যারাগুয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ইউক্লিদেস একেভেদো জানিয়েছেন, ‘তাদেরকে (রোনালদিনহো এবং তার ভাই) গ্রেপ্তার করা হয়নি। যে অভিযোগ এসেছে তা নিয়ে তদন্ত চলছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে তাদেরকে গ্রেপ্তার করা হবে কি-না।’
এদিকে রোনালদিনহো জানিয়েছেন, প্যারাগুয়ের পালাজ্জো ক্যাসিনোর মালিক নেলসন বেলত্তির আমন্ত্রণে তারা দেশটিতে এসেছেন। একটি দাতব্য সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করার জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর সেখানে গিয়েই মহাঝামেলায় পড়েছেন সাবেক তারকা ফুটবলার।
Comments