করোনাভাইরাস: দিল্লিতে প্রাথমিক স্কুল বন্ধ
করোনাভাইরাস ছড়ানোর শঙ্কায় ভারতের দিল্লির সব প্রাথমিক স্কুল আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার এক টুইটে দিল্লির উপ মূখ্যমন্ত্রী মানিশ সিসোদিয়া জানান, সরকারি, বেসরকারি এবং অন্যান্য অর্থায়নে যেসব স্কুল আছে সবই বন্ধ থাকবে।
তিনি বলেন, কোভিড-১৯ ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভারতে এ পর্যন্ত ৩০ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে ১৬ জন ইতালির পর্যটক।
Comments