বগুড়ার ধুনটে এমপি পুত্র ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে আওয়ামী লীগের বগুড়ার ধুনট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদককে আহত করার অভিযোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন ও স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমানের ছেলে আসিফ ইকবাল সনিসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
Bogra-1.jpg
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে আওয়ামী লীগের বগুড়ার ধুনট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদককে আহত করার অভিযোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন ও স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমানের ছেলে আসিফ ইকবাল সনিসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ধুনট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন বুধবার রাতে এ মামলা করেছেন বলে জানিয়েছেন ওসি ইসমাইল হোসেন।

মামলার এজাহারে বলা হয়, গত সোমবার রাত ৮টার দিকে ধুনট বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে অভিযুক্তরা শরিফুল ইসলামের ওপর হামলা ও ভাংচুর চালান। এ সময় উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল আহমেদও আহত হন।

শরিফুল ইসলাম বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ প্রসঙ্গে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন দ্য ডেইলি স্টারকে জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দলীয় নেতাকর্মীদের মামলায় আসামি করা হয়েছে।

Comments