বিসিবিকে অন্যরকম বার্তাও দিয়ে রাখলেন মাশরাফি

Mashrafe Mortaza
ছবি: ফিরোজ আহমেদ

কথাটার সূত্রপাত বিসিবি সভাপতি নাজমুল হাসানই করেছিলেন। ২০২৩ বিশ্বকাপের কথা মাথায় রেখে বেশ আগেভাগে অধিনায়ক ঠিক করার ভাবনা জানিয়েছিলেন তিনি। তার কথাতেই মাশরাফির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার প্রতি একটা প্রচ্ছন্ন চাপের আভাস ছিল।  অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত অধিনায়কত্ব ছেড়েই দিলেন মাশরাফি বিন মর্তুজা। তবে এই ঘোষণার সময় বিসিবির প্রতিও বার্তা দিয়ে গেছেন তিনি

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন বাংলাদেশের অনেক সাফল্যের নায়ক।

মাশরাফি যেহেতু ২০২৩ সাল পর্যন্ত খেলবেন না। তার সামনে নেই কোন লক্ষ্য। তাই ২০২৩ বিশ্বকাপ ঘিরে পরিকল্পনা সাজাতে ভাবছিল টিম ম্যানেজমেট। এসব বিষয়ে বিসিবি সভাপতির কথায় প্রছন্ন চাপের আভাস টের পাচ্ছিলেন নড়াইল এক্সপেস।

মাশরাফি অবশ্যই বোর্ড প্রধানের দেওয়া কথাকে যৌক্তিক মনে করেই নিজের ভবিষ্যৎ ঠিক করে ফেলেছেন। সেই সঙ্গে তার আহবান, যে প্রক্রিয়ার কারণে তিনি থেমেছেন, সেটা যেন বহাল থাকে। তার পরবর্তী নতুন অধিনায়ক যেন করা হয় ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত,  তাকে দেওয়া হয় যথেষ্ট সময়,  ‘যেটা বললাম, যে কথাগুলো হয়েছে বা হচ্ছে সেগুলো আমার জায়গায় আপনি হলেও আপনাকে ভাবাবে। এটা অবশ্যই স্বাভাবিক প্রক্রিয়া। তবে যে কথাগুলো হয়েছে আমি আশা করবো সে কথায় যেন স্থির থাকে। পরবর্তী অধিনায়ক যেন হয় ২০২৩ সালের। ’

একদিন পরই সাবেক হতে যাওয়া বাংলাদেশ অধিনায়ক জানান, যে প্রক্রিয়ার কথা বারবার বলা হচ্ছে, তা যেন বহাল রাখা হয়,  ’এমন যেন না হয় বিশ্বকাপের একবছর আগে হঠাৎ বলা হল ওকে দিয়ে চলছে না। এমনটা বাংলাদেশে অহরহ হয়। সেটা হলে কিন্তু যে প্রক্রিয়াটা চালু হয়েছে সেটায় স্থির থাকা হল না। আমি বিশ্বাস করি আমি পেশাদারিত্বের সঙ্গে সিদ্ধান্তটা নিয়েছি। আমি আশা করব যারা পরবর্তী অধিনায়ককে নিয়ে ভাববে তারাও যেন যে পেশাদারিত্ব নিয়ে আলোচনা করেছে সেটা যেন ধরে রাখে। তাকে পর্যাপ্ত সময় দিয়ে তারপর যেন ২০২৩ এর চিন্তা করা হয়।

Comments

The Daily Star  | English

Uncovering the silent deaths of migrant women

In the shadows of booming remittance flows and the quiet resilience of Bangladesh’s labour diaspora, a disturbing reality persists: numerous Bangladeshi female migrant workers, particularly those employed as domestic help in Gulf countries, are returning home in coffins.

18h ago