ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ছয় যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
আজ শুক্রবার ভোর ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: মাইক্রোবাসের চালক সোহান (২০), হারুন মিয়া (৪০), শাকিল মিয়া (২৫), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন মিয়া (১৯)।
আহত শাহিন (৩০), বিজয় (২২), আবির (৩৫) ও জিসানকে (২৫) উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনায় হতাহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী এবং তারা নারায়ণগঞ্জের বন্দর থানার দেউলি গ্রামের বাসিন্দা।
Comments