রৌমারী সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক
কুড়িগ্রামের রৌমারী উপজেলার মোল্লারচর সীমান্ত থেকে আজাহার আলী (৪১) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ শুক্রবার ভোররাতে ভারতের ঝাউডাঙ্গা বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬১’র কাছ থেকে তাকে ধরে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজাহার আলী উপজেলার বেহুলার চর গ্রামের নান্টু শেখের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্ত সূত্র জানায়, আজাহার আলীসহ ১০/১২ জন মিলে উপজেলার মোল্লারচর সীমান্দের কাঁটাতারে মই লাগিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনছিলেন। সে সময় ঝাউডাঙা বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। ধাওয়ায় অন্যরা পালিয়ে গেলেও মইয়ের উপরে থাকায় বিএসএফ’র হাতে ধরা পড়েন আজাহার আলী।
জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এসএম আজাদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশি আটকের খবরে বিএসএফ’র সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, আটক বাংলাদেশিকে তারা ভারেতর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছেন।’
Comments