শাহজালালে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৯০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ দল।
জব্দকৃত স্বর্ণ। ছবি: স্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৯০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ দল।

আজ শুক্রবার বিকালে তাকে আটক করা হয়।

প্রায় এক কোটি টাকার স্বর্ণ নিয়ে ওই যাত্রী মালয়েশিয়া থেকে দেশে এসেছেন বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. সোলাইমান হোসেন।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ দল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ায়। বিকাল ৫টার দিকে মো. স্বপন নামে এক যাত্রীর কাছ থেকে এক কেজি ৯০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ জব্দ করে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আটককৃত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

15m ago