রাজশাহীতে পদ্মায় ৩৫ যাত্রী নিয়ে নৌকাডুবি, শিশুর মৃত্যু
রাজশাহীর শ্রীরামপুরে পদ্মানদীতে ৩৫ জন যাত্রী নিয়ে দুইটি নৌকা ডুবে গেছে।
আজ শুক্রবার এ নৌকাডুবির ঘটনা ঘটে।
সর্বশেষ খবর অনুযায়ী, এ ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, আহত হয়ে পাঁচ জন রামেক হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে দুই মাঝিও রয়েছেন।
রাজপাড়া থানার উপপরিদর্শক আবু হায়দার দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, দুই নৌকায় ৩৫ জন যাত্রী ছিলেন। স্থানীয়রা ১২ জনকে উদ্ধার করেছেন। এ ছাড়া, নিখোঁজ রয়েছেন ২৩ জন।
তবে এক মাঝি জানান, নৌকায় ৪২ জন যাত্রী ছিলেন।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।’
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল নুপুর ও রুমনের বিয়ে হয়। গতকালই নুপুরকে নিয়ে রুমন নিজ বাড়িতে আসেন। আজ বউভাতের অনুষ্ঠান শেষে নুপুর ও স্বজনদের নিয়ে রুমন নৌকায় করে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন।
পদ্মা নদীর মাঝখানে এসে নৌকা দুটি ডুবে যায়। সাঁতরে পাড়ে এসে দুই নৌকার মাঝি বিষয়টি অন্যদের জানায়। দুই মাঝির এক জনের বয়স ১৬। যাত্রীদের মধ্যেও কয়েকজন সাঁতরে পাড়ে আসেন।
Comments