করোনাভাইরাসের প্রভাব পড়তে পারে মুজিব বর্ষ উদযাপনে: পররাষ্ট্রমন্ত্রী
করোনাভাইরাসের কারণে মুজিব বর্ষ উদযাপন অনুষ্ঠানে বিদেশি অতিথিদের উপস্থিতিতে প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
আজ শনিবার সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।
তিনি বলেন, করোনাভাইরাস সারাবিশ্বে আতঙ্ক তৈরি করেছে আর এটি মুজিব বর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের উপস্থিতিকে প্রভাবিত করতে পারে।
মন্ত্রী আরও বলেন, কোনো অতিথিই এখন পর্যন্ত মুজিব বর্ষ উদযাপন অনুষ্ঠানে আসতে পারবেন না, এমনটি জানাননি। একজন বিদেশি অতিথি অনুষ্ঠানে আসতে পারবেন না বলে জানিয়েছেন, তবে সেটি অন্য কারণে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব ধরনের সতর্কতা নিয়েছি এবং আশা করি প্রত্যেকে এই অনুষ্ঠানে যোগ দেবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হবে আগামী ১৭ মার্চ।
সরকারি মুখপাত্রদের তথ্য অনুযায়ী, মুজিব বর্ষ উপলক্ষে বিশ্ব নেতারা ও বিশিষ্টজনরা বাংলাদেশ সফর করবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান, ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধি, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এবং আরো অনেকে অতিথি তালিকায় আছেন।
এছাড়াও বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। বাংলাদেশ ছাড়াও জাতিসংঘের ইউনেস্কো মুজিব বর্ষ উদযাপন করবে।
Comments