২ মামলায় জি কে শামীমের জামিন, জানেন না অ্যাটর্নি জেনারেল
হাইকোর্ট থেকে ফেব্রুয়ারি মাসের শুরুতেই দুই মামলায় জামিন পেয়েছেন জি কে শামীম।
জি কে শামীমের আইনজীবী শওকত ওসমান আজ শনিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি আলাদা হাইকোর্ট বেঞ্চ মাদক মামলায় জি কে শামীমকে ছয় মাস ও অস্ত্র মামলায় এক বছরের জামিন দিয়েছেন।
শওকত ওসমান জানান, জি কে শামীমের আলাদা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জামিন মঞ্জুর করেন।
তিনি জানান, এই ধরনের মামলায় সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হয়। জি কে শামীম কারাগারে আছেন পাঁচ মাসের বেশি সময়। তাই আদালত তাকে জামিন দিয়েছেন।
তিনি জানান, গত সপ্তাহে জি কে শামীমের জামিননামা নিম্ন আদালতে জমা দেয়া হয়েছে।
জি কে শামীদের বিরুদ্ধে আরো দুটি মামলা থাকায় তিনি কারাগার থেকে মুক্ত হননি বলে জানিয়েছেন শওকত ওসমান।
জি কে শামীমের আইনজীবী জানান, জামিনের তথ্য মিডিয়ায় প্রকাশ করা হয়নি, কারণ তিনি আরও দুই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
এদিকে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, জি কে শামীমের হাইকোর্টের জামিনের বিষয়ে সংশ্লিষ্ট দুজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাকে অবহিত করেননি।
তিনি বলেন, হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে অবশ্যই আপিল বিভাগে আবেদন করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তাকে অবহিত না করায় সংশ্লিষ্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের বিষয়ে কী ব্যবস্থা নেয়া হবে এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তিনি।
চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগে গত বছর ২০ সেপ্টেম্বর তথাকথিত যুবলীগ নেতা জি কে শামীমকে গ্রেপ্তার করে র্যাব। তার দেহরক্ষীদেরও গ্রেপ্তার করা হয়।
রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে র্যাবের অভিযানে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকা সমমানের ফিক্সড ডিপোজিট রিসিপ্টস (এফডিআর), নগদ এক কোটি ৮০ লাখ টাকা, বিশাল অঙ্কের মার্কিন ও সিঙ্গাপুর ডলার এবং বিদেশি মদ জব্দ করা হয়।
Comments