কুমিল্লা সীমান্তে বাংলাদেশিকে হত্যার অভিযোগ
কুমিল্লা সদর উপজেলার নিশ্চিন্তপুর সীমান্ত এলাকায় আনোয়ার মিয়া (৪৫) নামে এক বাংলাদেশিকে হত্যার অভিযোগ উঠেছে ভারতের চোরাকারবারিদের বিরুদ্ধে।
আজ শনিবার নিশ্চিন্তপুর সীমান্তের ২০৭৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছত্রখীল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন কাদির জানিয়েছেন, বিষয়টি সুলতানপুর-নিশ্চিন্তপুর সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেখছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার মিয়া নিশ্চিন্তপুর এলাকায় একটি মুদি দোকান চালাতেন। তার দোকানের বাকি পাওনার জের ধরে কয়েকজন ভারতীয় নাগরিক ও চোরাকারবারি তাকে পিটিয়ে হত্যা করে।
৬০ বিজিবি ব্যাটালিয়নের বড়জ্বালা ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হত্যাকাণ্ডের পর মরদেহ ভারতের সোনামুড়া থানার পুলিশ নিয়ে গেছে। আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগ রাখছি। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তারা মরদেহ হস্তান্তর করবে।’
Comments