জি কে শামীমের জামিনের বিরুদ্ধে আপিল করছে সরকার
হাইকোর্ট থেকে অস্ত্র ও মাদক মামলায় জামিন পাওয়া জি কে শামীমের জামিনের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে সরকার।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ দ্য ডেইলি স্টারকে বলেন, জি কে শামীমের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিলের প্রক্রিয়া চলছে।
জি কে শামীমের আইনজীবী শওকত ওসমান গতকাল বলেছিলেন, দুটি আলাদা হাইকোর্ট বেঞ্চ মাদক মামলায় জি কে শামীমকে ছয় মাস ও অস্ত্র মামলায় এক বছরের জামিন দিয়েছেন।
তিনি আরও জানিয়েছিলেন, জি কে শামীমের আলাদা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জামিন মঞ্জুর করেন।
তার মতে, এই ধরনের মামলায় সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হয়। জি কে শামীম কারাগারে আছেন পাঁচ মাসের বেশি সময়। তাই আদালত তাকে জামিন দিয়েছেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, জি কে শামীমের হাইকোর্টের জামিনের বিষয়ে সংশ্লিষ্ট দুজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাকে অবহিত করেননি।
আরও পড়ুন:
Comments