দেশে ৩ করোনাভাইরাস রোগী শনাক্ত

প্রতীকী ছবি। (সংগৃহীত)

দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন জন শনাক্ত হয়েছে। তিন জনের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ।

আক্রান্ত দুই জন দুই পরিবারের। তারা ইতালি থেকে বাংলাদেশে এসেছেন। তাদের মাধ্যমে অপরজন আক্রান্ত হয়েছেন।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের জানিয়েছেন, আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। তারা চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা স্থিতিশীল।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এবিএম আব্দুল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘এখনই আতঙ্কিত হবেন না। এই রোগের সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে সতর্ক থাকা। সতর্কতা বিষয়ে যেসব নির্দেশনা দেওয়া হচ্ছে সেগুলো সাধ্যমত মেনে চলার চেষ্টা করুন।’

Read more (English): IEDCR confirms 3 coronavirus patients hospitalised in Bangladesh

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago