প্রয়োজন ছাড়া জনসমাগম এড়িয়ে চলুন: আইইডিসিআর
দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, ‘বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার মতো কোনো পরিস্থিতি হয়নি। স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়নি।’
করোনাভাইরাসে আক্রান্ত তিন জন শনাক্ত হওয়ার কথা জানিয়ে দেশবাসীকে আতঙ্কিত না হয়ে জনসমাগম হয় এমন জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
‘করোনাভাইরাস মোকাবিলায় দেশের সব হাসপাতালে চিকিৎসকদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’
এর আগে আজ বিকেলে সেব্রিনা ফ্লোরা তিন জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানান। আক্রান্ত তিন জনের মধ্যে এক জন নারী ও দুই জন পুরুষ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে তিন জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়। আক্রান্ত তিন জন দুই পরিবারের। এদের মধ্যে দুই জন সম্প্রতি ইতালি থেকে বাংলাদেশে এসেছেন। তাদের মাধ্যমে অপরজন আক্রান্ত হয়েছেন।
সাংবাদিকদের তিনি জানান, ‘আক্রান্তদের হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। তারা চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা স্থিতিশীল।’
Comments