‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মতো স্কুলের বিষয়ে সিদ্ধান্ত’

দেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের পর শিক্ষা উপমন্ত্রী

দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে কিনা- জানতে চাওয়া হলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মতো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এখনই তারা কিছু ভাবছেন না।

তিনি বলেন, আমরা সব ধরনের সতকর্তামূলক ব্যবস্থা গ্রহণ করব, তবে এখনই প্রাথমিক স্কুল বন্ধের কথা ভাবছি না।

আজ রোববার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বাংলাদেশে তিন জনের কোভিড-১৯ আক্রান্তের কথা জানিয়েছে।

সারাবিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় অনেক দেশেই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানই সাময়িক বন্ধ রাখার বিষয়ে বিবেচনা করছে।

ইউনেস্কোর তথ্য অনুসারে, ৪ মার্চ পর্যন্ত তিন মহাদেশের ২২টি দেশ স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে কিংবা এরইমধ্যে বন্ধ করেছে।

সংস্থাটি জানিয়েছে, ১৩টি দেশের সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ৯টি দেশ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্থানীয়ভাবে স্কুল বন্ধ করেছে।

 

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago