জবি শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বছর মার্চে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে এই যৌন হয়রানির ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী অভিযোগপত্রে লিখেছেন, সেই বছরের ৬ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে কলতাবাজার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে অজ্ঞাত দুজন তার পথ রোধ করে। তারা যৌন হয়রানি করে ও দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার নবাববাড়ী পুকুরপাড় এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আনোয়ার ওরফে আনাকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে সনাক্ত করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সে যৌন হয়রানি করার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ড ও ডাকাতিসহ আনোয়ার আরও চারটি মামলার আসামি।’
Comments