নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার
নোয়াখালীর সদর উপজেলা থেকে আব্দুল শহীদ (৪০) নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে নেওয়ার আদেশ দেন।
গতকাল দিবাগত রাতে উপজেলার চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে শহীদকে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব চরমটুয়া এলাকার মমিন উল্যার ছেলে।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, শহীদের বিরুদ্ধে থানায় ৫টি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছে একটি এলজি, দুটি কার্তুজ ও ৫৭ পিস ইয়াবা পাওয়া গেছে। তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Comments