দর্শকহীন মাঠে জুভেন্টাসের জয়ের নায়ক রামজি-দিবালা
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ৩ এপ্রিল পর্যন্ত ইতালিয়ান সিরি আ’র সব ম্যাচ হবে ‘ক্লোজড ডোর’। তাই দর্শকহীন মাঠে গড়িয়েছিল ইতালিয়ান ডার্বি। সেই লড়াইয়ে অ্যারন রামজি ও পাওলো দিবালার লক্ষ্যভেদে ইন্টার মিলানকে হারিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে জুভেন্টাস।
রবিবার রাতে ঘরের মাঠে স্বাগতিকরা জিতেছে ২-০ গোলে। চলতি লিগে দুদলের আগের দেখায়ও জিতেছিল জুভরা। গেল অক্টোবরে ইন্টারকে তাদের মাঠেই তুরিনের বুড়ি খ্যাত ক্লাবটি হারিয়েছিল ২-১ ব্যবধানে।
ক্লাব দুটির কর্মকর্তা, কোচিং স্টাফ ও কিছু সাংবাদিক উপস্থিত ছিলেন জুভেন্টাস স্টেডিয়ামে। কিন্তু দর্শকদের মাঠে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল।
গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫৫তম মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস। ক্রিস্তিয়ানো রোনালদোর পা ঘুরে ডি-বক্সের ভেতরে বল পেয়ে যান রামজি। দ্রুত শট নিয়ে বল জালে জড়ান ওয়েলসের মিডফিল্ডার।
বদলি নামা আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা ৬৭তম মিনিটে করেন দারুণ এক গোল। রামজির সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকে ইন্টারের এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের কোণাকুণি শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।
পুরো ম্যাচে দারুণ খেললেও গোলের দেখা পাননি পর্তুগিজ মহাতারকা রোনালদো। দ্বিতীয়ার্ধের শেষদিকে তার দুর্দান্ত দুটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। তাতে সিরি আ’তে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ড এককভাবে নিজের করে নেওয়া হয়নি তার। লিগের আগের ১১ ম্যাচে টানা লক্ষ্যভেদ করে গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও ফাবিও কুইয়ারেল্লার কীর্তি ছুঁয়েছিলেন তিনি।
২৬ ম্যাচে ২০ জয়, তিন ড্র ও তিন হারে ৬৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠেছে মাউরিজিও সারির শিষ্যরা। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লাৎসিও। এক ম্যাচে কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াই থেকে কিছুটা পিছিয়ে পড়েছে তৃতীয় স্থানে থাকা ইন্টার।
Comments