দেশে নতুন করোনা রোগী পাওয়া যায়নি: আইইডিসিআর
দেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন কোনো রোগী পাওয়া যায়নি। একজনকে করোনা আক্রান্ত সন্দেহে আলাদা করে এবং একজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আজ রোববার রাজধানীর মহাখালীতে আইইডিসিআর-এ সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, ‘করোনা আক্রান্ত তিনজন ভালো আছেন। তারা দেশে আসার চার থেকে সাতদিনের মধ্যে অসুস্থ হয়েছেন।’
গতকাল আক্রান্তের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে আইইডিসিআর-এ ৫০৯টি ফোন কল এসেছে যার মধ্যে ৪৭৯টি ছিল করোনাভাইরাস সংক্রান্ত। এ ছাড়াও, ১৮ জন সরাসরি আইইডিসিআর-এ এসেছেন।
আইইডিসিআর যোগাযোগকারীদের মধ্যে থেকে চার জনের স্যাম্পল গ্রহণ করেছে বলেও জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও বাংলাদেশ প্রতিনিধি ড. বারদন জাং রানা বলেন, ‘বাংলাদেশে করোনা কেস অস্বাভাবিক নয়। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কতোটা দ্রুত করোনা রোগী চিহ্নিত হচ্ছে এবং তা নির্দিষ্ট এলাকায় সীমিত রাখতে পারছে কী না।’
তিনি আরও বলেন, ‘সরকারের একার পক্ষে করোনার ছড়িয়ে পড়া সীমিত রাখা সম্ভব না, সবার সহযোগিতা প্রয়োজন।’
সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
‘বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে বৈঠক হয়েছে। প্রয়োজনে তাদেরকে সহযোগিতা দেওয়া হবে’ বলে যোগ করেন তিনি।
আরও পড়ুন:
করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্য থেকে সতর্ক থাকুন: ইউনিসেফ
আতঙ্কিত হবেন না, করোনায় আক্রান্ত অধিকাংশ রোগী সাধারণ চিকিৎসায় সুস্থ হয়ে উঠেন: ডা. আব্দুল্লাহ
Comments