ইউনাইটেডের মাঠে সিটির হার, শিরোপার আরও কাছে লিভারপুল
দীর্ঘ এক দশক পর ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমের দুটি ম্যাচেই জেতার স্বাদ নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
রবিবার রাতে ঘরের মাঠে সিটিজেনদের ২-০ গোল হারিয়েছে রেড ডেভিলরা। গেল ডিসেম্বরে দুদলের আগের দেখায় পেপ গার্দিওলার সিটির মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল ইউনাইটেড। ২০০৯-১০ মৌসুমের পর এবারই প্রথম লিগের দুই ম্যাচেই শহর প্রতিদ্বন্দ্বীদের হারাতে সক্ষম হয়েছে তারা।
ওলে গানার সুলশারের শিষ্যদের জয়ে ৩০ বছর ধরে অধরা প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেছে লিভারপুল। আর মাত্র দুই ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন হবে ইয়ুর্গেন ক্লপের দল।
ওল্ড ট্র্যাফোর্ডে বল দখলের লড়াইয়ে বরাবরের মতো আধিপত্য ছিল সিটির। তবে ইউনাইটেড পাল্টা আক্রমণ নির্ভর কৌশল বেছে নিয়ে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নেয়। ম্যাচের ৩০তম মিনিটে অ্যান্থনি মার্শিয়ালের লক্ষ্যভেদে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে ব্যবধান বাড়ান স্কট ম্যাকটমিনেই।
দুটি গোলেই অবশ্য দায় আছে সিটির গোলরক্ষক এদারসনের। তাকে কাছের পোস্টে পরাস্ত করেন মার্শিয়াল। আর এই ব্রাজিলিয়ানের ভুলভাবে বাড়ানো বলে দূরপাল্লার শটে জাল কাঁপান ম্যাকটমিনেই। দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য ইউনাইটেডের জালে বল পাঠিয়েছিলেন সার্জিও আগুয়েরো। তবে লাইন্সম্যান আগেই অফসাইডের পতাকা তুলে ফেলেন। এরপর ভিএআরের সাহায্য নেওয়া হলেও সিদ্ধান্ত বদলায়নি।
এই জয়ে ২৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিটি। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ২৯ ম্যাচে ৮২।
Comments