বিমানবন্দর থেকে ২ জন হাসপাতালে

উচ্চমাত্রার জ্বর নিয়ে ইতালি ও স্পেন থেকে আসা দুই বাংলাদেশিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
Shahjalal Airport
ছবি: স্টার ফাইল ফটো

উচ্চমাত্রার জ্বর নিয়ে ইতালি ও স্পেন থেকে আসা দুই বাংলাদেশিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উচ্চমাত্রার জ্বর থাকায় চেকআপের জন্যে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

এর আগেও ইতালি থেকে দুই বাংলাদেশি এসে করোনায় আক্রান্ত হয়েছেন- সাংবাদিকরা তা উল্লেখ করলে তিনি বলেন, ‘তারা কখন দেশে এসেছে, কোন ফ্লাইটে এসেছে সে বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা সেই ফ্লাইটের অন্য যাত্রী, পাইলট ও ক্রুদের খুঁজে বের করার চেষ্টা করছি।’

‘তাদেরও চেকআপের প্রয়োজন,’ যোগ করেন তিনি।

আরও পড়ুন:

দেশে ৩ করোনাভাইরাস রোগী শনাক্ত

আতঙ্কিত হবেন না, করোনায় আক্রান্ত অধিকাংশ রোগী সাধারণ চিকিৎসায় সুস্থ হয়ে উঠেন: ডা. আব্দুল্লাহ

Comments

The Daily Star  | English

Country must be back in business without delay

Amid worker unrest and insecurity in the industrial sector, entrepreneurs and bankers have urged the new administration to focus on rebuilding confidence in the economy.

2h ago