বিমানবন্দর থেকে ২ জন হাসপাতালে
উচ্চমাত্রার জ্বর নিয়ে ইতালি ও স্পেন থেকে আসা দুই বাংলাদেশিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উচ্চমাত্রার জ্বর থাকায় চেকআপের জন্যে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
এর আগেও ইতালি থেকে দুই বাংলাদেশি এসে করোনায় আক্রান্ত হয়েছেন- সাংবাদিকরা তা উল্লেখ করলে তিনি বলেন, ‘তারা কখন দেশে এসেছে, কোন ফ্লাইটে এসেছে সে বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা সেই ফ্লাইটের অন্য যাত্রী, পাইলট ও ক্রুদের খুঁজে বের করার চেষ্টা করছি।’
‘তাদেরও চেকআপের প্রয়োজন,’ যোগ করেন তিনি।
আরও পড়ুন:
দেশে ৩ করোনাভাইরাস রোগী শনাক্ত
আতঙ্কিত হবেন না, করোনায় আক্রান্ত অধিকাংশ রোগী সাধারণ চিকিৎসায় সুস্থ হয়ে উঠেন: ডা. আব্দুল্লাহ
Comments