কোভিড-১৯ আক্রান্ত ইতালির সেনা প্রধান
ইতালির সেনা প্রধান সালভেটোর ফারিনা নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সেল্ফ আইসোলেশনে আছেন।
তার দায়িত্ব দেয়া হয়েছে জেনারেল ফেদেরিকো বোনাটো। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত ইতালিতে। এখন পর্যন্ত ৭ হাজার ৩৭৫ জন আক্রান্ত হয়েছে দেশটিতে। মারা গেছে ৩৬৬ জন। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে উত্তরের লম্বার্ডি প্রদেশের এক কোটি ৬০ লাখ মানুষকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।
Comments