করোনাভাইরাস: আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে বিদেশি কর্মীদের না আসতে চিঠি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনসহ ছয় দেশের ৭০ জন কর্মীকে কাজে না আসার বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. শাহ আলম।
আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে আজ সোমবার সকালে এ বিষয়ে চিঠি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. শাহ আলম দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস বিষয়ে মাল্টিসেক্টরাল প্রতিরোধ কমিটির বৈঠক হয়।
বৈঠকে ৭০ বিদেশি বিশেষজ্ঞকে আশুগঞ্জে না আসার বিষয়টি উপস্থিত সবাইকে অবগত করা হয়, জানান তিনি।
সিভিল সার্জন বলেন, বৈঠক থেকেই সর্বসম্মতভাবে এই চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।
সিভিল সার্জন আরও জানান, চীন থেকে প্রকৌশলীরা এ সময়ে আশুগঞ্জে এলে করোনার ঝুঁকি থেকে যায়। এ কারণে বৈঠকে তাদের আসার ব্যাপারে আপত্তি উঠেছিল।
এদিকে জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ‘কোয়ারেন্টাইন’ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানান ডা. শাহ আলম।
তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া গেলে সেখানে রোগীদের চিকিৎসা দেওয়া হবে।
এছাড়াও জেলার কসবা সীমান্ত হাটও দুই মাসের জন্য বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে, যোগ করেন তিনি।
Comments