স্বাস্থ্যতথ্য গোপন করলে সৌদি আরবে ৫ লাখ রিয়াল জরিমানা
স্বাস্থ্যতথ্য গোপন করে সৌদি আরবে প্রবেশ করলে ৫ লাখ রিয়াল (১ লাখ ৩৩ হাজার ডলার) জরিমানা করা হবে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে আজ সোমবার এ ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এছাড়াও প্রতিবেশী আরব দেশসহ ৯টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বিশেষ করে কেউ ইরান ভ্রমণে গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
সৌদি আরবে এ পর্যন্ত ২৩০ জনের বেশি করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন।
সৌদি আরবের সরকারি বিবৃতিতে বলা হয়, বেশিরভাগ করোনাভাইরাস আক্রান্ত ইরান ও ইরাক থেকে সৌদি আরবে এসেছে।
তেল উৎপাদনকারী অঞ্চল কাতিফে ১৫ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের পর গতকাল প্রদেশটিকে কোয়ারেন্টাইন করা হয়। কাতিফে প্রায় পাঁচ লাখ লোকের বাস।
এদিকে করোনাভাইরাস শঙ্কায় সৌদি আরবের মসজিদের ইমামদের শুক্রবারের জুমার নামাজের খুতবা ১৫ মিনিটের মধ্যে শেষ করতে বলা হয়েছে। দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় মসজিদে খাবার ও পানীয় নিয়ে যেতে নিষেধ করেছেন।
এর আগে নতুন করোনাভাইরাস ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সৌদি আরব।
Comments